লেবাননে বিস্ফোরিত পেজারগুলো তৈরি করেছিল ছদ্ম ইসরায়েলি কোম্পানি
হাঙ্গেরিভিত্তিক বিএসি নামে যে কোম্পানিটি হিজবুল্লাহকে কয়েক হাজার পেজার সরবরাহ করেছিল, সেটি আসলে একটি ইসরায়েলি কোম্পানি। আরেকটু সহজ করে বললে, বিএসি আসলে শেল বা ছদ্ম ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে