হাসপাতালে অনীহা, প্রাণ ঝরছে তাসলিমাদের
কৈশোর পেরোনোর আগেই বিয়ে হয় তাসলিমা আক্তারের। পুতুল খেলার বয়সে সংসার সামলানোর দায়িত্ব এসে পড়ে তার ওপর। আর বয়স ১৭ হতেই হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। পরিবারের সবার খেয়াল রাখত যে মেয়েটি, তার যত্ন করার জন্য ছিল না কেউ। নয় মাসের গর্ভকালে কখনোই স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এই কিশোরীর। স্বাভা