সিলেট প্রতিনিধি
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ (৫৬) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাইফুদ্দীন আহম্মদ চতুর্দশ বিসিএসের কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, ‘উনার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত। কালও আমরা এক সঙ্গে ছিলাম। এভাবে উনার চলে যাওয়া আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তাঁর মৃত্যুতে কলেজের শনিবারের নজরুলের জন্মবার্ষিকী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আমরা রোববার কলেজে দোয়া-মাহফিল করব। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’
জানা যায়, প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মদনমোহন কলেজে ভাইভা পরীক্ষা নিতে যান। সেখান থেকে বাসায় ফিরে অসুস্থতা অনুভব করেন। পরে বিকেলে আসর নামাজ পর তাঁকে সিলেটের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁর হার্টের পাশাপাশি কিডনির সমস্যার কথা বলেন। তখন তাঁকে সেখান থেকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে সিসিউতে ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা পার্ক ভিউ মেডিকেলে প্রেরণ করেন। সেখানে নেওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এমসি কলেজের কলাভবনের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ১৯৬৮ সালের ১ লা জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তাঁর চাকরিজীবন শুরু হয় ১৯৯৩ সালের ১৭ ই নভেম্বর নবীনগর সরকারি কলেজে প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমসি কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পরে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজে যোগদান করেন। ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান এবং ২০১৮ সালের ১ পহেলা এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরে তিনি সবশেষ গত বছরের ২৪ মে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি হয়ে আসেন। সেই থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ (৫৬) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাইফুদ্দীন আহম্মদ চতুর্দশ বিসিএসের কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, ‘উনার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত। কালও আমরা এক সঙ্গে ছিলাম। এভাবে উনার চলে যাওয়া আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তাঁর মৃত্যুতে কলেজের শনিবারের নজরুলের জন্মবার্ষিকী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আমরা রোববার কলেজে দোয়া-মাহফিল করব। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’
জানা যায়, প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মদনমোহন কলেজে ভাইভা পরীক্ষা নিতে যান। সেখান থেকে বাসায় ফিরে অসুস্থতা অনুভব করেন। পরে বিকেলে আসর নামাজ পর তাঁকে সিলেটের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁর হার্টের পাশাপাশি কিডনির সমস্যার কথা বলেন। তখন তাঁকে সেখান থেকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে সিসিউতে ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা পার্ক ভিউ মেডিকেলে প্রেরণ করেন। সেখানে নেওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এমসি কলেজের কলাভবনের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ১৯৬৮ সালের ১ লা জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তাঁর চাকরিজীবন শুরু হয় ১৯৯৩ সালের ১৭ ই নভেম্বর নবীনগর সরকারি কলেজে প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমসি কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পরে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজে যোগদান করেন। ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান এবং ২০১৮ সালের ১ পহেলা এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরে তিনি সবশেষ গত বছরের ২৪ মে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি হয়ে আসেন। সেই থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
১০ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে