মশা আবার ভয় ধরাচ্ছে
গভীর রাত। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা। কোনো শয্যা খালি নেই। মেঝে-বারান্দা সব জায়গায় শুধু রোগী আর রোগী। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। একজন চিকিৎসক এক রোগীর ব্যবস্থাপত্র লিখতে লিখতে বললেন, অন্যান্য দিন পাঁচজন রোগী এলে একজনকে ভর্তি নিতে হয়। আজ পাঁচজন আসছে, পা