হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল
এক বিবৃতিতে হানিয়াকে হত্যার কথা উল্লেখ করে ইয়েমেনের হুতিদের প্রতি হুঁশিয়ারি বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘হুতিদের ওপর কঠোর আঘাত হানব আমরা। তাদের নেতৃত্বকে নির্মূল করব, যেমন করে হানিয়া, (ইয়াহইয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহকে করেছি। আমরা আল হুদেইদা ও সানায় তেমনই করব, যেমনটা তেহরান, গাজা