সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে কী বলল ফিফা
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।