Ajker Patrika

বাংলাদেশের ফুটবল সামনে আরও অনেক কিছু উপহার দেবে, বলছেন লিটন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ জুন ২০২৫, ১১: ২৬
ভুটানকে গতকাল ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা
ভুটানকে গতকাল ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা

ইয়ে স্রেফ ট্রেইলার থা, পিকচার আভি বাকি হ্যায়—জনপ্রিয় এই সংলাপ হয়তো সবারই জানা। বাংলাদেশ ফুটবল দলের গতকালের পারফরম্যান্স দেখে অনেকের এই সংলাপ মনে পড়াটা স্বাভাবিক। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসও যেন সেটাই মনে করছেন।

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে দুয়োধ্বনি দিচ্ছেন। ক্রিকেটের ভরাডুবিতে ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফুটবল। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের মতো প্রবাসীরা আসায় দেশের ফুটবল প্রাণ ফিরে পেয়েছে। ভুটানের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘হামজা–হামজা’ স্লোগান দেখা গেল। এমনকি বাংলাদেশ-ভুটান ম্যাচ দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক প্রবেশেরও ঘটনা ঘটেছে।

স্বাগতিক দর্শকদের গর্জনের সামনে জাতীয় স্টেডিয়ামে ভুটানকে গতকাল রীতিমতো অসহায় লেগেছে। বাংলাদেশ ২-০ গোলে জিতে ‘ড্রেস রিহার্সাল’ ভালোভাবেই করে নিয়েছেন হামজা-জামাল ভূঁইয়ারা। ১০ জুন এই মাঠেই এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। লিটনের আশা, বাংলাদেশ ফুটবল সামনে মনে রাখার মতো অনেক কিছু উপহার দেবে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অনেক প্রতিশ্রুতি, অনেক প্যাশন আছে। বাংলাদেশ ফুটবলের জন্য অনেক গৌরবের মুহূর্ত আসছে।’

হামজার পায়ে বল যেতেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে শোনা গেল গর্জন। ৬ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে দারুণ এক গোল করেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধের খেলা শুরু না হতেই ব্যবধান বাড়িয়ে নেয় হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৪৯ মিনিটে দূরপাল্লার শটে দারুণ গোল করেন সোহেল রানা। হামজা-সোহেলের প্রশংসা করে লিটন লিখেছেন, ‘আজকের (গতকাল) ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। হামজা চৌধুরী ও সোহেল রানাকে গোল করতে দেখা সত্যিই চমৎকার।’

শিলংয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল হামজার। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে তিনি দাপট দেখালেও বাংলাদেশ-ভারত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আড়াই মাস পর আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই দারুণ এক গোল করেছেন। বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করা হামজা এখন পাখির চোখ করেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত