নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৩ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে