নিরাপদে থাকুক বুনো হাতি
বাংলাদেশের অল্প কিছু বন-পাহাড়েই এখন টিকে আছে বুনো হাতিরা। তাও থাকার জায়গার সংকট, খাবারের অভাব আর মানুষের সঙ্গে দ্বন্দ্ব মিলিয়ে বিশাল আকারের এই প্রাণীরা আছে বড় বিপদে। আজ ১২ আগস্ট বিশ্ব হাতি দিবসে আমাদের দেশে বুনো হাতির অবস্থা, মানুষের সঙ্গে দ্বন্দ্ব, হাতির মুখোমুখি হওয়ার রোমাঞ্চকর গল্প ছাড়াও থাকছে হা