শেরপুর প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘আমরা গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে একটি অভয়ারণ্য ঘোষণার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই না, হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই।’
আজ শনিবার দুপুরে শহরের ডিসি উদ্যানে শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জীব বৈচিত্র্য রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। বিশেষ করে পাহাড়-টিলা কাটা রোধ, গাছ কাটা রোধ, খাল-বিল, নদী ও জলাশয় রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
পরে মেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর রেসকোর্স ময়দানে গাছ লাগিয়ে সবুজ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাঁর নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবসে একজন নাগরিককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন। আর এটি হলে ১৭ কোটি মানুষের এ দেশে শিশু-কিশোর বাদে অন্তত সাড়ে ৮ কোটি চারা লাগানো সম্ভব।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, ৩১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার মো. আজিম উদ্দিন ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাদেক আলী।
পরে মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পরিবেশমন্ত্রী। সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।
পরে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন গারো পাহাড়ের কর্ণঝোরায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করেন। এরপর বন বিভাগের বালিজুরি রেঞ্জের নবনির্মিত ভবন উদ্বোধন এবং গজনী বনাঞ্চল পরিদর্শন করেন তিনি। এ ছাড়া মধুটিলা ইকোপার্ক পরিদর্শনসহ জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘আমরা গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে একটি অভয়ারণ্য ঘোষণার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই না, হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই।’
আজ শনিবার দুপুরে শহরের ডিসি উদ্যানে শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জীব বৈচিত্র্য রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। বিশেষ করে পাহাড়-টিলা কাটা রোধ, গাছ কাটা রোধ, খাল-বিল, নদী ও জলাশয় রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
পরে মেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর রেসকোর্স ময়দানে গাছ লাগিয়ে সবুজ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাঁর নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবসে একজন নাগরিককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন। আর এটি হলে ১৭ কোটি মানুষের এ দেশে শিশু-কিশোর বাদে অন্তত সাড়ে ৮ কোটি চারা লাগানো সম্ভব।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, ৩১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার মো. আজিম উদ্দিন ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাদেক আলী।
পরে মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পরিবেশমন্ত্রী। সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।
পরে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন গারো পাহাড়ের কর্ণঝোরায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করেন। এরপর বন বিভাগের বালিজুরি রেঞ্জের নবনির্মিত ভবন উদ্বোধন এবং গজনী বনাঞ্চল পরিদর্শন করেন তিনি। এ ছাড়া মধুটিলা ইকোপার্ক পরিদর্শনসহ জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
১০ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে