ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৪
দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দিনাজপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক, তাঁর সহকারীসহ চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।