Ajker Patrika

কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় নারীসহ আহত ৩

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান এক আহত নারী। ছবি: আজকের পত্রিকা
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান এক আহত নারী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে টানেলের ভেতর পতেঙ্গা থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক আনোয়ারার বাসিন্দা আমজাত হোসেন (২৪), যাত্রী সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)। দুর্ঘটনায় টানেলের ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে।

টানেলে নিয়োজিত কর্মীরা জানান, পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে টানেলের ভেতরে মাইক্রোবাসটি টানেল টিউবের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা চালক, নারী যাত্রীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের টানেল নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করেন। গাড়ির আঘাতে টানেল ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উচ্ছ্বাস কানন জানান, টানেলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্ণফুলী টানেল নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে টানেলের ডেকোরেটিভ বোর্ড ও বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত