সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে থানায় সোপর্দ
সচিবের পিএস এর কক্ষে ঢুকলেও তিনি কোনো কিছুতে হাত দেননি, নথি নেননি। এরপরেও তাঁকে আটকে রাখা হয়। মিজান নামের পুলিশের এক সদস্য তাঁর গায়ে হাত দিয়েছেন। অন্যরা তাঁর শরীরে তল্লাশি চালিয়েছে।