Ajker Patrika

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ মে ২০২১, ১১: ৫৩
Thumbnail image

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

রোজিনাকে গ্রেফতারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে বিএসআরএফ।

সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযোগের ভিত্তিতে রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করেন। এরপর শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখায়। মঙ্গলবার সকালে তাাঁকে আদালতে নেওয়া হয়েছে। এদিকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত