Ajker Patrika

অক্সিজেন সঙ্কট: অন্ধ্র প্রদেশে ১১ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন সঙ্কট: অন্ধ্র প্রদেশে ১১ করোনা রোগীর মৃত্যু

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।

জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।

তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত