দোকান থেকে সোনা উধাও
দোকান আছে। কিন্তু পরিপাটি তাক খালি। যে তাকগুলো জ্বলজ্বল করত ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার গয়নায়। মার্কেটে মার্কেটে এখন স্বর্ণ ছাড়াই বসে আছেন দোকানিরা। স্বর্ণগুলো নিরাপদ জায়গায় সংরক্ষণ করা হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণেই এ ধরনের পদক্ষেপ। জানালেন সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা।