সবুর শুভ, চট্টগ্রাম
দোকান আছে। কিন্তু পরিপাটি তাক খালি। যে তাকগুলো জ্বলজ্বল করত ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার গয়নায়। মার্কেটে মার্কেটে এখন স্বর্ণ ছাড়াই বসে আছেন দোকানিরা। স্বর্ণগুলো নিরাপদ জায়গায় সংরক্ষণ করা হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণেই এ ধরনের পদক্ষেপ। জানালেন সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা।
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে সোনা ও টাকা লুটের ঘটনার পর চট্টগ্রামে আতঙ্ক ভর করে। আনোয়ার হোসেনকে ফিল্মি কায়দায় গুলি করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায় স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীরা এখন সবচেয়ে বেশি আতঙ্কে। ঘরে-বাইরে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বর্ণ দোকানে সাজিয়ে রেখে ব্যবসা করার পণ্য। এখন রাখা যাচ্ছে না। তাই দোকানের তাকগুলো থেকে স্বর্ণ সরিয়ে রাখা হয়েছে। আমরা এ নিরাপত্তাহীন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তা চেয়েছি ইতিমধ্যে।’
বাংলাদেশ জুয়েলার্স সমিতি, চট্টগ্রাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় স্বর্ণের দোকানের সংখ্যা ৫ হাজারের মতো। এর মধ্যে নগরীতেই আছে ২ হাজার ২০০ দোকান। তবে বাজুসের সদস্য রয়েছে ১ হাজার ৪৯২।
চট্টগ্রাম নগরীর সবচেয়ে পুরোনো (১৯৬৪ সালে চালু) ও বড় বিপণিকেন্দ্র নিউমার্কেটে স্বর্ণের দোকান রয়েছে ১৩০টি। প্রায় ৫০ বছর আগের দিদার মার্কেটে ৩৫টি দোকান। এ দুই মার্কেটসহ নগরীর তিন শতাধিক মার্কেটে সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। নগরীর বাইরে জেলার মার্কেট এবং দোকানগুলোরও একই অবস্থা।
নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রমজান সামনে রেখে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছি। এ লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আমাদের প্রায় প্রতিদিন সভা হচ্ছে।’ নিরাপত্তাজনিত যেকোনো পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ পুলিশ থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ২৪২টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯টি বেশি (৬৯ শতাংশ)। এর আগে ডাকাতি ও দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে ২৩০টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৫টি (৭০ শতাংশ) বেশি। গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ১৪৫টি, যা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় ৩৮২টি বেশি (৫০ শতাংশ)।
এদিকে নগরীর দিদার মার্কেট স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিনি ফ্যাশন জুয়েলার্সের মালিক প্রভাস সাহা জানান, নিরাপত্তার কারণে এ মার্কেটের দোকানিরা ডিসপ্লেতে স্বর্ণ রাখতে পারছেন না। এ কারণে দোকানের তাকগুলো খালি রয়েছে। এ অবস্থা নগরীর অধিকাংশ মার্কেটের বলেও জানান এ ব্যবসায়ী।
একই মার্কেটের জয় জুয়েলার্সের মালিক বিজয় ধর বলেন, ‘এখন পরিস্থিতি ভালো নয়। তাই ডিসপ্লেতে স্বর্ণ রাখতে পারিনি। করোনা মহামারির পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক দুরবস্থা এবং ক্রমাগত দাম বাড়ার ফলে এমনিতেই স্বর্ণ ব্যবসায় মন্দা যাচ্ছে। এ অবস্থায় সম্প্রতি ছিনতাই ও ডাকাতির ঘটনায় ডিসপ্লেতে স্বর্ণ রাখা তো দূরের কথা, দোকান বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে।’
বাজুসের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে (২৬ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩৯৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
দোকান আছে। কিন্তু পরিপাটি তাক খালি। যে তাকগুলো জ্বলজ্বল করত ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার গয়নায়। মার্কেটে মার্কেটে এখন স্বর্ণ ছাড়াই বসে আছেন দোকানিরা। স্বর্ণগুলো নিরাপদ জায়গায় সংরক্ষণ করা হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণেই এ ধরনের পদক্ষেপ। জানালেন সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা।
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে সোনা ও টাকা লুটের ঘটনার পর চট্টগ্রামে আতঙ্ক ভর করে। আনোয়ার হোসেনকে ফিল্মি কায়দায় গুলি করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায় স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীরা এখন সবচেয়ে বেশি আতঙ্কে। ঘরে-বাইরে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বর্ণ দোকানে সাজিয়ে রেখে ব্যবসা করার পণ্য। এখন রাখা যাচ্ছে না। তাই দোকানের তাকগুলো থেকে স্বর্ণ সরিয়ে রাখা হয়েছে। আমরা এ নিরাপত্তাহীন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তা চেয়েছি ইতিমধ্যে।’
বাংলাদেশ জুয়েলার্স সমিতি, চট্টগ্রাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় স্বর্ণের দোকানের সংখ্যা ৫ হাজারের মতো। এর মধ্যে নগরীতেই আছে ২ হাজার ২০০ দোকান। তবে বাজুসের সদস্য রয়েছে ১ হাজার ৪৯২।
চট্টগ্রাম নগরীর সবচেয়ে পুরোনো (১৯৬৪ সালে চালু) ও বড় বিপণিকেন্দ্র নিউমার্কেটে স্বর্ণের দোকান রয়েছে ১৩০টি। প্রায় ৫০ বছর আগের দিদার মার্কেটে ৩৫টি দোকান। এ দুই মার্কেটসহ নগরীর তিন শতাধিক মার্কেটে সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। নগরীর বাইরে জেলার মার্কেট এবং দোকানগুলোরও একই অবস্থা।
নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রমজান সামনে রেখে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছি। এ লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আমাদের প্রায় প্রতিদিন সভা হচ্ছে।’ নিরাপত্তাজনিত যেকোনো পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ পুলিশ থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ২৪২টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯টি বেশি (৬৯ শতাংশ)। এর আগে ডাকাতি ও দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে ২৩০টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৫টি (৭০ শতাংশ) বেশি। গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ১৪৫টি, যা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় ৩৮২টি বেশি (৫০ শতাংশ)।
এদিকে নগরীর দিদার মার্কেট স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিনি ফ্যাশন জুয়েলার্সের মালিক প্রভাস সাহা জানান, নিরাপত্তার কারণে এ মার্কেটের দোকানিরা ডিসপ্লেতে স্বর্ণ রাখতে পারছেন না। এ কারণে দোকানের তাকগুলো খালি রয়েছে। এ অবস্থা নগরীর অধিকাংশ মার্কেটের বলেও জানান এ ব্যবসায়ী।
একই মার্কেটের জয় জুয়েলার্সের মালিক বিজয় ধর বলেন, ‘এখন পরিস্থিতি ভালো নয়। তাই ডিসপ্লেতে স্বর্ণ রাখতে পারিনি। করোনা মহামারির পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক দুরবস্থা এবং ক্রমাগত দাম বাড়ার ফলে এমনিতেই স্বর্ণ ব্যবসায় মন্দা যাচ্ছে। এ অবস্থায় সম্প্রতি ছিনতাই ও ডাকাতির ঘটনায় ডিসপ্লেতে স্বর্ণ রাখা তো দূরের কথা, দোকান বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে।’
বাজুসের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে (২৬ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩৯৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাইপেন, ইথোফন, জিব্রেলিক অ্যাসিডসহ নানা ক্ষতিকর রাসায়নিকের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের আনারসে। এর কারণে ঔষধি গুণসম্পন্ন সুস্বাদু আনারস মরণঘাতী ক্যানসারের উপকরণবাহী ফলে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এমন রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যাতে দ্রুত আনারস দ্রুত বড়...
৩ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুর উপজেলায় সেতু নির্মাণের প্রায় এক বছরেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে ৪ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত ওই সেতু কাজে আসছে না এলাকাবাসীর। বিপরীতে ১৫ ফুট উঁচু পথ মাড়িয়ে ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে যাতায়াতকালে ইতিমধ্যে পথচারীদের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। কবে নাগাদ সেতুর দুই পাশে...
৩ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার বুক চিরে বয়ে গেছে মগড়া নদী। একসময় এই নদীর পানি কানায় কানায় পূর্ণ ছিল। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খরস্রোতা এই নদী। দুই প্রান্তের পানি শুকিয়ে গেছে। হাঁটুপানিও নেই মাঝনদীতে। নাব্যতা হারিয়ে আবর্জনা আর বালুর স্তূপে অস্তিত্ব হারাচ্ছে জলজ প্রাণী ও মানুষের জীবিকার মগড়া নদী।
৩ ঘণ্টা আগেসাভারের তেঁতুলঝোড়া কলেজের শিক্ষক আতিক রহমান এক সহকর্মীকে নিয়ে এসেছিলেন কলেজের লাইব্রেরির জন্য বই কিনতে। সময় করে উঠতে পারেননি, তাই মেলার শেষ দিকে আসা। জানালেন, শিক্ষার্থীদের জন্য চিরায়ত সাহিত্য কিনেছেন।
৩ ঘণ্টা আগে