Ajker Patrika

আরব আমিরাত থেকে আসা ফ্লাইটে মিলল ১ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ফ্লাইট থেকে প্রায় এক কেজি ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটটি দুবাই থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বারগুলো জব্দ করে গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাত্রীবিহীন ফাঁকা সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯৩৩ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার (প্রতিটি ১১৬-১১৭ গ্রাম) আটক করা হয়। যেহেতু বহনকারীকে আটক করতে পারিনি তাই মামলা হবে না। আমরা এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেব।’

এর আগে ৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিজি-২৫২ ফ্লাইট থেকে ১৭ কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত