সিয়াতেক না জাবির
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে লড়াই শুরুর আগে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ১ মিনিট নীরবতা। এরপর ইউএস ওপেনের নারী এককের ফাইনালে উঠতে ওনস জাবিরের লাগল এক ঘণ্টার একটু বেশি। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে টানা দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল নিশ্চিত করলেন তিউনিসিয়ার মেয়