Ajker Patrika

বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে ওয়াশিকুর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে ওয়াশিকুর

এবারের বিশ্বকাপ ফুটবলের জন্য কাতারের আটটি স্টেডিয়ামের মধ্যে আল-রাইয়ান শহরের এডুকেশন সিটি স্টেডিয়াম নির্মাণে বিশেষ ভূমিকায় ছিলেন নীলফামারীর সৈয়দপুরের কাতারপ্রবাসী ওয়াশিকুর রহমান শুভ। ওয়াশিকুর রহমান শুভ নীলফামারীর সৈয়দপুরের বাঁশবাড়ি এলাকার শেখ নাজমুল হকের ছেলে। তিনি এডুকেশন সিটি স্টেডিয়ামের নির্মাণকাজে কাঠামোগত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, মধ্য দোহা থেকে সাত কিলোমিটার উত্তর-পশ্চিমে কাতারের সর্বসেরা বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ শহর আল-রাইয়ান। এ শহরেই অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবলের আয়োজনকে কেন্দ্র করে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। ২০২০ সালে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। এই স্টেডিয়ামের নির্মাণকাজে কাঠামোগত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন ওয়াশিকুর।

এ বিষয়ে ওয়াশিকুর রহমান শুভ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে স্টেডিয়ামে বিশ্বকাপের মতো খেলা অনুষ্ঠিত হবে, সেখানে কাজ করাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। এ জন্য নিজেকে গর্বিত মনে হচ্ছে। আর আমার এ অভিজ্ঞতা এবং অর্জন বাংলাদেশের তথা সৈয়দপুরে নতুন প্রজন্মের কাছে তুলে ধরব। এতে মেধাবীদের উৎসাহ জোগাতে সহায়তা করবে।’

ওয়াশিকুরের পরিবার সূত্রে জানা যায়, ওয়াশিকুর রহমান তিন ভাইবোনের মধ্যে বড়। তিনি স্থানীয় রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কাঠামোগত প্রকৌশলবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দুবাই যান। সেখান থেকে ২০১০ সালে কাতার স্টেডিয়ামের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন ওয়াশিকুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত