অনলাইন ডেস্ক
অ্যাথলেট-কোচদের বের করে দিয়ে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ানো দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ারকে শাস্তি দিয়েছে ভারত সরকার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছিলেন বলে অভিযোগ করেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা। তাঁর এমন কর্মকাণ্ডের দায়ে এবার তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সরকার তাঁকে দিল্লি থেকে বদলি করেছে।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সঞ্জীব খিরওয়ারকে দিল্লি থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে বদলি করেছে। তাঁর স্ত্রী, দিল্লি সরকারের সচিব রিংকু দুগ্গাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বদলি করা হয়েছে। সরকারের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
দুজনকে দেশটির পৃথক দুই রাজ্যে বদলি করায় তাঁদের কর্মস্থলের মধ্যকার দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ২ হাজার মাইল, যা স্থলপথে প্রায় ৬৫ ঘণ্টার দূরত্ব।
২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির ওই সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা-সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনে ব্যাঘাত ঘটছে।’
অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ, সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’
এদিকে, সরকারের অধীন সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অ্যাথলেট-কোচদের বের করে দিয়ে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ানো দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ারকে শাস্তি দিয়েছে ভারত সরকার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছিলেন বলে অভিযোগ করেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা। তাঁর এমন কর্মকাণ্ডের দায়ে এবার তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সরকার তাঁকে দিল্লি থেকে বদলি করেছে।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সঞ্জীব খিরওয়ারকে দিল্লি থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে বদলি করেছে। তাঁর স্ত্রী, দিল্লি সরকারের সচিব রিংকু দুগ্গাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বদলি করা হয়েছে। সরকারের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
দুজনকে দেশটির পৃথক দুই রাজ্যে বদলি করায় তাঁদের কর্মস্থলের মধ্যকার দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ২ হাজার মাইল, যা স্থলপথে প্রায় ৬৫ ঘণ্টার দূরত্ব।
২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির ওই সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা-সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনে ব্যাঘাত ঘটছে।’
অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ, সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’
এদিকে, সরকারের অধীন সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১৪ মিনিট আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৯ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগে