Ajker Patrika

স্টেডিয়ামে কুকুর নিয়ে ঘোরা সেই আমলা দম্পতিকে কড়া শাস্তি 

আপডেট : ২৭ মে ২০২২, ১৮: ০৫
স্টেডিয়ামে কুকুর নিয়ে ঘোরা সেই আমলা দম্পতিকে কড়া শাস্তি 

অ্যাথলেট-কোচদের বের করে দিয়ে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ানো দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ারকে শাস্তি দিয়েছে ভারত সরকার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছিলেন বলে অভিযোগ করেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা। তাঁর এমন কর্মকাণ্ডের দায়ে এবার তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সরকার তাঁকে দিল্লি থেকে বদলি করেছে। 

কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সঞ্জীব খিরওয়ারকে দিল্লি থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে বদলি করেছে। তাঁর স্ত্রী, দিল্লি সরকারের সচিব রিংকু দুগ্গাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বদলি করা হয়েছে। সরকারের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

দুজনকে দেশটির পৃথক দুই রাজ্যে বদলি করায় তাঁদের কর্মস্থলের মধ্যকার দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ২ হাজার মাইল, যা স্থলপথে প্রায় ৬৫ ঘণ্টার দূরত্ব। 

২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির ওই সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। 

এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা-সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনে ব্যাঘাত ঘটছে।’ 

অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ, সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’ 

এদিকে, সরকারের অধীন সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত