এক রাতে বার্সেলোনার এত সুখবর
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা উঠলেও খেলার সুযোগ পাননি দানি অলমো ও পাউ ভিক্টর। কারণ, বার্সার জয়ে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তাঁরা পাননি। অবশেষে গত রাতে এল সেই সুখবর। অলমো, ভিক্টরকে নিয়েই শুধু নয়, মাঠের খেলাতেও সুসংবাদ দিল কাতালানারা।