অমর একুশে বইমেলা: প্রাণের উচ্ছ্বাসের ইতি
অমর একুশে বইমেলা তিন দিন বাড়তি আয়ু পেয়েছিল। সেটাও ফুরিয়ে গেল। থেমে গেল সোহরাওয়ার্দী উদ্যানের আঙিনা ও বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঠক-লেখকের কোলাহল। ৩১ দিনের প্রাণের উচ্ছ্বাসের ইতি টানা হলো গতকাল শনিবার। শেষ দিনে যেন ছুঁয়ে গেল বিদায়ের সুর। পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিল না তেমন। যাঁরা এসেছেন, তাঁদের কারও কা