Ajker Patrika

বৃষ্টিবিভ্রাটে শুরু অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টিবিভ্রাটে শুরু অমর একুশে বইমেলা

সকাল থেকেই আকাশ ভার। বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রকৃতি তাতেও আটকাতে পারেনি পাঠক কিংবা দর্শনার্থীদের। দল বেঁধে তাঁরা ঢুকছিলেন প্রাণের মেলায়। কিন্তু সন্ধ্যা নামতে একেবারে ঝুম বৃষ্টি। মাথা গোঁজার ঠাঁই পেতে শুরু হলো দৌড়াদৌড়ি।

এভাবে বৃষ্টি মাথায় করেই শুরু হলো এবারের অমর একুশে বইমেলা। রাজধানীতে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে মেলা।

বৃষ্টিবিভ্রাটে যেমন বিরক্ত পাঠক, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রকাশকেরা। দিব্য প্রকাশের প্রায় দেড় শ বই বৃষ্টিতে ভিজে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্য প্রকাশনীর বই। দিব্য প্রকাশের বিক্রয়কর্মী সোহাগ হোসেন জানান, তাঁদের শতাধিক বই নষ্ট হয়েছে। স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীর মিরপুর থেকে মেলায় এসেছিলেন অর্ষা আনজুম। মেট্রোরেলের কারণে এবারের যাতায়াত বেশ আনন্দের ছিল। তিনি তাঁর বন্ধুকে মোবাইলে বলছিলেন, ‘সব স্টল এখনো বসেনি। এক সপ্তাহ লাগবে।’ মেলায় তাঁর কথার সত্যতা মেলে। বেশ কিছু স্টলের এখনো সজ্জার কাজ চলছে।

জার্নিম্যান বুকসের স্টলে বই দেখছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। মেলা শুরু হওয়ার পর এখনো স্টল নির্মাণের কাজ থাকায় বিরক্ত তিনি। বললেন, ‘প্রতিবারই বাংলা একাডেমি বলে, মেলা শুরু হওয়ার আগেই সব স্টল তৈরি হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় একই অবস্থা।’ তিনি জানালেন, স্টলের বিন্যাস ভালো হয়েছে। তবে প্রাঙ্গণে ধুলা আছে। ইট বিছাতে পারলে ভালো হতো।

প্রস্তুতির ঘাটতির বিষয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন বলেন, প্রকাশকেরা বই প্রকাশের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকেন। তাঁরা স্টলের সাজসজ্জা নিয়ে মনোযোগ দিতে পারেন না। ৪-৫ তারিখের পরে মেলার পুরো কাঠামো দেখা যাবে।

মেলা ঘুরে দেখা যায় বিভিন্ন স্টলের নির্মাণসামগ্রী পড়ে আছে। কোনো কোনো স্টলে চলছে শেষ মুহূর্তের কাজ। বাংলা একাডেমি তথ্যকেন্দ্র থেকে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে, স্টল নির্মাণ শেষ করার জন্য এবং নির্মাণসামগ্রী মেলা থেকে বের করে নিতে। না হলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবারের মেলায় প্রথম দিনেই বেশ কিছু লেখকের বই প্রকাশিত হয়েছে। কথাপ্রকাশ নিয়ে এসেছে যতীন সরকারের ‘সাংস্কৃতিক জাগরণের প্রত্যাশা’, প্রথমা প্রকাশনের আনিসুল হকের ‘কখনো আমার মাকে’, অনন্যা প্রকাশনীর নির্মলেন্দু গ‌ুণের ‘সেরা তিন’, জার্নিম্যান বুকসের রফিকুন নবীর ‘শিক্ষাই যার আনন্দ’, কথাপ্রকাশ থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্নাহ’।

এবার অধিবর্ষ, তাই মেলার সময় বাড়বে এক দিন। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পরে মেলায় কেউ ঢুকতে পারবে না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত