জ্ঞান ফেরার পর মনির দেখেন বাঁ পা নেই
মো. মনির হোসেনের (২২) বাঁ পা হাঁটুর ওপর পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। কেটে ফেলা অংশ সাদা ব্যান্ডেজে মোড়ানো। আরেক পা ঠিকই আছে, কিন্তু সারা জীবন পঙ্গু হয়েই বেঁচে থাকতে হবে। এখন চিকিৎসা খরচ পাচ্ছেন, সুস্থ হওয়ার পর বাকি জীবনের দায়-দায়িত্ব কে নেবে সেই শঙ্কায় তাঁর আছে পরিবার।