ঢামেক প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণের ঘটনায় ফায়ারফাইটার গাউসুল আজম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, গাউসুলের শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। সঙ্গে তাঁর শ্বাসনালি পুড়ে গিয়েছিল। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঘটনার পরদিন তাকেসহ সাতজনকে ঢাকায় নিয়ে আসা হয়। ওই দিনই তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে। পরে তাঁর অবস্থার অবনতি হলে দেওয়া হয় লাইফ সাপোর্ট। মাঝে কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু সর্বশেষ তাঁর অবস্থার আবার অবনতি হলে তাঁকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গাউসুলের ফুপাতো ভাই কোরবান আলী জানান, তাঁদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায় খাইটুয়াডাঙ্গা গ্রামে। ২০১৮ সালে ফায়ারফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। মাত্র দুই বছর আগে বিয়ে করেছেন। স্ত্রী কাকলী আক্তার। সিয়াম নামে ৬ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে তাঁর। দুই ভাইবোনের মধ্যে গাউসুল ছিলেন ছোট।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি। সেদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রথমেই তাঁরা ছুটে যান আগুন নেভাতে। সেখানেই বিস্ফোরণে দগ্ধ হন গাউসুল আজম।
উল্লেখ্য, গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণের ঘটনায় ফায়ারফাইটার গাউসুল আজম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, গাউসুলের শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। সঙ্গে তাঁর শ্বাসনালি পুড়ে গিয়েছিল। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঘটনার পরদিন তাকেসহ সাতজনকে ঢাকায় নিয়ে আসা হয়। ওই দিনই তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে। পরে তাঁর অবস্থার অবনতি হলে দেওয়া হয় লাইফ সাপোর্ট। মাঝে কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু সর্বশেষ তাঁর অবস্থার আবার অবনতি হলে তাঁকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গাউসুলের ফুপাতো ভাই কোরবান আলী জানান, তাঁদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায় খাইটুয়াডাঙ্গা গ্রামে। ২০১৮ সালে ফায়ারফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। মাত্র দুই বছর আগে বিয়ে করেছেন। স্ত্রী কাকলী আক্তার। সিয়াম নামে ৬ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে তাঁর। দুই ভাইবোনের মধ্যে গাউসুল ছিলেন ছোট।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি। সেদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রথমেই তাঁরা ছুটে যান আগুন নেভাতে। সেখানেই বিস্ফোরণে দগ্ধ হন গাউসুল আজম।
উল্লেখ্য, গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
রাজধানীর তুরাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী মাহিয়া রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে তুরাগের দিয়াবাড়ির শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে থেকে তাঁকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
৬ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এলাকার খাল থেকে নূর ইসলাম নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসি, রেফ্রিজারেটর, টাকা ও সোনা লুট করে নেওয়া হয়।
১১ মিনিট আগেযশোরের বাঘারপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে প্রকৌশলী আবু সুফিয়ান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল উপজেলার খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে
১৫ মিনিট আগে