Ajker Patrika

স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে বিএম ডিপোতে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৭: ০৭
স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে বিএম ডিপোতে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক বিস্ফোরণে স্বাস্থ্যঝুঁকির অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. নাজমুল ইসলামের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে তাঁরা ঘটনার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, মেডিকেলের কিডনি বিশেষজ্ঞ এনামুল হক শামীম, ডিএনসিসি ডেডিকেডেট কোভিট হাসপাতালের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, ইভাল্যুয়েটর ডা. ফাবলিনা নওশিন, আইএইচআরের ডাটা ম্যানেজার রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড হেলথ ডিপার্টমেন্টের কেমিস্ট মো. জিয়াউল হক, ডেপুটি চিফ কেমিস্ট হুমায়ন কবির প্রমুখ।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ ও লাইন শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা রোগনিয়ন্ত্রণ শাখায় রেডিয়েশন হ্যাজার্ড ও কেমিক্যাল হ্যাজার্ড বিষয়ে কাজ করি। বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে রাসায়নিক বিস্ফোরণে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি হয়েছে তা খতিয়ে দেখতে আমরা এখানে এসেছি।’ 

নাজমুল ইসলাম জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়া রোগীরা চমেকে কীভাবে চিকিৎসা নিচ্ছেন তা-ও দেখবেন তাঁরা। পরিদর্শন-পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় যেন স্বাস্থ্যঝুঁকি কমানো যায়, সে বিষয়ে কাজ করবেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত