ঈদে মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার 'শান'
পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা 'শান' ঈদে বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়াতেও একযুগে মুক্তি পাচ্ছে। ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে 'শান'।