Ajker Patrika

হিন্দি সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা পালকার

আপডেট : ২৩ মে ২০২২, ১২: ২৬
হিন্দি সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা পালকার

হিন্দি সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। নাম ‘ইন দ্য রিং-স্টোরি অব অ্যা বোরকা বক্সার’। সিনেমাটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নির্মাতা অলকা রাঘুরাম। অলকা এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার্স’ নামের একটি ডকুমেন্টারি বানিয়েছেন।

ভারতের কলকাতার খিদ্দারপুরের নারী মুসলিম বক্সিং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী বক্সার শামাকে নিয়ে গড়ে উঠেছে ‘ইন দ্য রিং’ সিনেমার গল্প। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। জাতীয় চ্যাম্পিয়নশিপে লড়াই করা শামাকে আটক করা হয়েছিল তাঁর এক আত্মীয়াকে হত্যার অভিযোগে। এরপর ঘটনা নানা দিকে মোড় নেয়। জানা গেছে, শামা চরিত্রে অভিনয় করবেন লিটল থিংস সিরিজের অভিনেত্রী ভারতের মিথিলা পালকার। আরও থাকছেন ভারতের জাভেদ জাফরিসহ বেশ কজন অভিনেতা।

সিয়াম বলেন, ‘আমার সঙ্গে চার মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রোডাকশন হাউস থেকে সিনেমাটির বিষয়ে যোগাযোগ করা হয়, কয়েক দফা কথা হয়। এরপর অডিশন নেওয়া হয়। তিন মাস আগে আমাকে জানানো হয়, আমি চূড়ান্ত। এর পর থেকে স্ক্রিপ্ট, ক্যারেক্টার—সবকিছু নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা, রিহার্সেল করছি।’

বিনোদন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

সিয়ামের চরিত্রের নাম রওশন। সিয়াম বলেন, ‘এটা আসলে বলিউড সিনেমা না। এটার পুরো প্রোডাকশন বা আয়োজন—সবকিছুই হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকান প্রোডাকশন থেকে। শুধু শুটিংটা হবে ভারতে। আর এ সিনেমাটা তারা শুধু ভারতীয় মার্কেটের জন্য নয়, আন্তর্জাতিক মার্কেটের জন্য বানাচ্ছেন, যতটুকু জানি। সিনেমাটি মুক্তিও পাবে আন্তর্জাতিক মার্কেটে। হিন্দি, উর্দু—দুই ভাষায় নির্মিত হবে সিনেমাটি।’

‘ইন দ্য রিং’ সিনেমার কাস্টিং পরিচালক হিসেবে রয়েছেন রাজিয়া শবনম। তিনি ভারতীয় নারীদের আন্তর্জাতিক বক্সিং রেফারি ও কোচ ছিলেন। প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত ও সৌভিক দাশগুপ্ত। আর সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ। শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। তার আগে সিনেমার আন্তর্জাতিক পরিবেশক, সহ-প্রযোজনা প্রতিষ্ঠান খুঁজতে ‘ইন দ্য রিং’ প্রজেক্ট নিয়ে বর্তমানে কানে আছেন প্রযোজক শ্রেয়সী সেনগুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত