Ajker Patrika

ভিয়েতনামে বাংলা সিনেমার শুটিং

ভিয়েতনামে বাংলা সিনেমার শুটিং

এশিয়ার অন্যতম সুন্দর দেশ ভিয়েতনাম। তথ্যপ্রযুক্তিতেও বেশ এগিয়েছে দেশটি। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো দেশটিতে হবে কোনো বাংলা সিনেমার শুটিং। ‘অন্তর্জাল’ সিনেমা দিয়ে শুরু হতে পারে এ অধ্যায়। ভিয়েতনামে সিনেমাটির শুটিং করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন পরিচালক দীপংকর দীপন। কারণ ‘অন্তর্জাল’ সিনেমাটি তৈরি হতে যাচ্ছে ‘হ্যাকাথন’ নিয়ে।

 সিয়াম আহমেদনির্মাতা দীপন বলেন, ‘আগামী দিনে পৃথিবীতে যুদ্ধ হবে সাইবার ওয়ার্ল্ডে। সে যুদ্ধের জন্য আমাদের দেশের তরুণেরা কতটা প্রস্তুত, এটা বোঝাতে সিনেমাটি নির্মাণ করছি। ভিয়েতনামের সৌন্দর্য ও তথ্যপ্রযুক্তিগত বিষয়গুলোও এই সিনেমায় উঠে আসবে।’

সিয়াম আহমেদএরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ভিয়েতনামে সিনেমাটির শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে। অনুমতিপত্রে ১৮ জনের নামের তালিকা রয়েছে, যাঁরা সিনেমাটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। এই দলে রয়েছেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর রাব্বি, এ বি এম আজফার উজ্জামান, মোহাম্মদ আলম ও সাখাওয়াত হোসাইন। এ ছাড়া প্রযোজক মোহাম্মদ সাদেকুল আরেফীন, লাইন প্রোডিউসার শাহ আমীর খসরু ও মোহাম্মদ আলী হায়দার, পরিচালক দীপংকর দীপন, চিত্রগ্রাহক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রধান সহকারী পরিচালক জাকির হোসেন, কস্টিউম ডিজাইনার সংযুক্ত সাহা, এক্সিকিউটিভ প্রোডিউসার সাকিলা সাত্তার, সহকারী চিত্রগ্রাহক দেলোয়ার হোসেন, ড্রেসম্যান কালাম হোসেন ও মেকআপম্যান খোকন মোল্লা রয়েছেন এই তালিকায়।

সুনেরাহ বিনতে কামালভিয়েতনামে শুটিংয়ের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তে বলা হয়েছে, ৭ জুলাই থেকে ২০ নভেম্বরের মধ্যে ৮ দিন ভিয়েতনামে অবস্থান করে ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের দৃশ্য চিত্রায়ণ করতে হবে। অন্যথায় কর্তৃপক্ষের পুনঃ অনুমতি গ্রহণ করতে হবে। সিনেমাটির প্রযোজক, ভ্রমণকারী শিল্পী ও কলাকুশলীদের ঠিকানাসহ তালিকা ও ভ্রমণ তফসিল ভিয়েতনাম ও বাংলাদেশ মিশনে নিজ দায়িত্বে ভ্রমণ শুরুর আগেই প্রেরণ নিশ্চিত করবেন। দেশে ফেরত আসার পর শিল্পী ও কলাকুশলীদের ৭ কার্যদিবসের মধ্যে এ মন্ত্রণালয়ে অবহিত করতে হবে। পাসপোর্টের ডলার এন্ডোর্সমেন্টের কপি ১৫ দিনের মধ্যে আবশ্যিকভাবে বিএফডিসির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দিতে হবে। চলচ্চিত্রটির আংশিক দৃশ্য ও গানের দৃশ্য বিদেশে চিত্রায়ণের সময় কোনো বিদেশি শিল্পীর অংশগ্রহণের প্রয়োজন হলে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।  

সুনেরাহ বিনতে কামালপরিচালক দীপন বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে ভিয়েতনামে শুটিং করার। গল্পের জন্যই সিনেমাটির শুটিং ওই অঞ্চলে দরকার। ভিয়েতনাম অথবা ফিলিপাইনে এই সিনেমার শুটিং হতে পারে। আমরা আমাদের দেশের অনুমতি পেয়েছি। তবে ভিয়েতনামে সাধারণত শুটিং হয় না। সেখানে শুটিং করা বেশ ব্যয়বহুল। সেখানকার সরকার অনুমতি দেয় অনেক বিচার-বিশ্লেষণ করে। আমাদের সরকার থেকে যে কাগজ পেয়েছি, সেটা পাঠিয়ে খুব শিগগিরই ভিয়েতনাম সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করব। আবেদন মিললে আমরা ভিয়েতনামে শুটিং করতে পারব।’

দীপন জানান, সিনেমার মূল কাজ এরই মধ্যে শেষ। বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। বিভিন্ন জটিলতায় বিদেশের শুটিং অংশ আটকে আছে। ভিয়েতনামেই ‘অন্তর্জাল’ সিনেমার বাকি অংশের শুটিং শেষ হবে।

দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার ‘অন্তর্জাল’ সিনেমায় আরও অভিনয় করেছেন বিদ্যা ‍সিনহা মিম, এ বি এম সুমন প্রমুখ। সিনেমায় তাঁদের বেশির ভাগকেই আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে। ‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজনায় আছে মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় থাকছে স্পেলবাউন্ড লিও বার্নেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত