Ajker Patrika

এটা কোনো ধার করা গল্প না

মীর রাকিব হাসান
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪: ৪১
এটা কোনো ধার করা গল্প না

অবশেষে ‘শান’ আসছে। করোনার কারণে কয়েকবার পিছিয়ে ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি। এম রাহিম নির্মিত ‘শান’-এ সিয়ামের সঙ্গী হয়েছেন পূজা চেরী। সিনেমা এবং অন্যান্য প্রসঙ্গে সিয়ামের সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

সময়টা কীভাবে কাটছে?
‘শান’ সিনেমার প্রচারণায় মূলত সময়টা বেশি কাটছে। সিনেমাটি আমার জন্য স্পেশাল। আমরা এখন যেভাবে পারছি, মানুষকে জানানোর চেষ্টা করছি যে ‘শান’ নামের একটা সিনেমা মুক্তি পাচ্ছে। আমি নিজে বের হচ্ছি। সাধারণ দর্শকের সঙ্গে কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় তো নিয়মিত সিনেমার বিভিন্ন প্রমোশন করছিই।

কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে। এতে ‘শান’-এর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি?
করোনার কারণেই মূলত সিনেমার মুক্তি পেছাতে হয়েছিল। পেছালেও নেতিবাচক কোনো প্রভাব পড়েছে বলে মনে হয় না। এখনো কিন্তু আমাদের কাজ দর্শক দেখেননি। আর সিনেমাটি যে বিষয় নিয়ে তৈরি, এমন না যে সেটা এই দুই বছরে পুরোনো হয়ে গেছে। এটা যখন গুরুত্বপূর্ণ ছিল, তখনো এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ কোনো কাজ হয়নি। এই দুই বছরেও হয়নি। ভালো দিক যেটা হয়েছে, আমরা পোস্ট প্রোডাকশনের জন্য অনেক বেশি সময় পেয়েছি।

‘পোড়ামন ২’-এর পর ঈদে আবারও আপনার সিনেমা মুক্তি পাচ্ছে…
২০১৮ সালের ঈদে ‘পোড়ামন ২’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আমার প্রথম সিনেমা ছিল সেটি। এবারও অনেক দিন পর হলে সিনেমা মুক্তি পাচ্ছে আমার। একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে। করোনার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক সিনেমা আটকে ছিল। এখন সেগুলো আস্তে ধীরে মুক্তি পাচ্ছে। দর্শক থেকে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সবাই যদি একে অন্যের সিনেমা নিয়ে কথা বলি, যেভাবে পারি যেন সাপোর্ট করি। তাহলে হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারব।

এটা একটা মৌলিক গল্পের সিনেমা। এটা কোনো ধার করা গল্প না। আমাদের দেশেরই খুব সেনসিটিভ ইস্যু হিউম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি করা হয়েছে ‘শান’। এটা একজন ডিরেক্টরের তিন বছরের কষ্টের ফসল।

আমার আর পূজার কামব্যাক সিনেমা। পরিবার ও বন্ধু নিয়ে দেখার সিনেমা এটি। ‘শান’ দেখার এমন আরও অনেক কারণ আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত