ইট ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, কারখানা সিলগালা
সিরাজগঞ্জে ইট, কাঠ ও চালের গুঁড়ার মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করা হচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে রায় মসলা কারখানা নামের ওই কারখানটি সিলগালা করে দেয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।