সিনহা হত্যা: নিজেকে নির্দোষ ও নিরীহ দাবি ওসি প্রদীপের
প্রদীপ লিখেছেন, এ মামলায় সাক্ষীদের অধিকাংশই মাদক মামলার আসামি, যাদের জবানবন্দি ছিল একই রকম ও তদন্ত কর্মকর্তার শেখানো বুলি ছিল মাত্র। তিনি দাবি করেন, মেজর সিনহার সহকর্মী সিফাত ও শিপ্রার সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি বা পরিচয় ছিল না।