Ajker Patrika

প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার থেকে
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৫: ২৪
প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

২০১৯ সালের অক্টোবরে রিকশাচালক ছেলেকে বাসা থেকে তুলে গুলি করে মারে টেকনাফ থানা-পুলিশ। ছেলে হারানো সেই মায়ের ক্ষত এখনো শুকায়নি। সিনহা হত্যা মামলার রায়ের কথা শুনে ছুটে এসেছেন আদালত চত্বরে। পঞ্চাশোর্ধ্ব মা হালিমার আহাজারিতে আদালত প্রাঙ্গণে যেন থরথর করে কাঁপছে। হালিমার মতো মানববন্ধনের দাঁড়িয়েছেন আরও অনেক ভুক্তভোগী পরিবার। তাঁদের দাবি তৎকালীন টেকনাফ থানার দায়িত্বে থাকা ওসি প্রদীপের ফাঁসি। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে টেকনাফের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান ও ওসি প্রদীপের হাতে নিহতের পরিবার এবং নির্যাতিত ভুক্তভোগীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধন থেকে তাঁরা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসিসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপসহ সকল অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেন এলাকাবাসী

মানববন্ধন থেকে সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান, ওসি প্রদীপর ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। অনেকভাবে হয়রানি নির্যাতন করেন। ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসির দাবি করেন তিনি।

মেজর সিনহা মামলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত