খাল মুক্ত হলে, ঢাকা শহর হবে ভেনিস: মেয়র আতিক
খালগুলো দখল ও দূষণ মুক্ত হলে, ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে ওঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে, ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’