Ajker Patrika

মনোনয়ন ফরম নিলেন আইভীসহ আ.লীগের ৪ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৩৭
মনোনয়ন ফরম নিলেন আইভীসহ আ.লীগের ৪ নেতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীসহ দলের চার নেতা। এখানে ভোট হবে আগামী জানুয়ারি মাসে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে গতকাল সোমবার আইভীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, আদীনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আশাবাদী, আইভীই পাবেন দলের মনোনয়ন। কারণ, তিনি যে পরিমাণ উন্নয়নকাজ করেছেন, সেটা এর আগে এই শহরে কোনো জনপ্রতিনিধি করতে পারেননি।’

আইভী ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে খোকন সাহা বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। কখনো দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করিনি। এবার আশা করছি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

একই আশাবাদ জানিয়ে চন্দন শীল বলেন, ‘কিছু চাওয়া-পাওয়ার জন্য দলের রাজনীতি করি না। দলের প্রতি আমার অতীতের ত্যাগ যদি দল মূল্যায়ন করে, তাহলে নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত