নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তানে গাড়িচাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার জের ধরে চাকরি হারিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ জন গাড়িচালক। নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাঁদের। এ ছাড়া একজনের গাড়ি আরেকজনের হাতে তুলে দেওয়ার দায়ে সংস্থার পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডিএসসিসির পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গাড়িচালকদের মধ্যে কেউ প্রতারণার আশ্রয় নিলে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘সাময়িক বরখাস্ত হওয়া ৯ চালকের মধ্যে ৭ জন ময়লাবাহী গাড়ি (ভারী) চালক ছিলেন। আর বাকি ২ জন চালাতেন সংস্থার হালকা গাড়ি। সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকেরা হলেন কাউছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ ও রবিউল আলম। আর হালকা গাড়িচালকেরা হলেন আজিম উদ্দিন ও নূর জালাল শিকদার।’
গাড়িচালকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে ৮ ডিসেম্বর এসব চালককে বরখাস্ত করা হয়। তবে এ তথ্য জনসমক্ষে প্রকাশে সংস্থাটির পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা করা হয়। এমনকি সাময়িক বরখাস্তের অফিস আদেশগুলো সংস্থার সিস্টেম অ্যানালিস্টকে দক্ষিণ সিটির ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হলেও তা প্রকাশ করা হয়নি।
ডিএসসিসির সচিব স্বাক্ষরিত অফিস আদেশগুলোতে বলা হয়, এসব চালকের অনুকূলে গাড়ি বরাদ্দ দেওয়া হলেও নিজে না চালিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক নন, এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালনা করে আসছিলেন তাঁরা। নিয়মিত গাড়িচালক গাড়ি না চালিয়ে অন্য কোনো সাধারণ গাড়িচালক কর্তৃক ভারী গাড়ি চালনার জন্য প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। চালকদের এমন কার্যকলাপ করপোরেশনের শৃঙ্খলাপরিপন্থী এবং সংস্থার সুনাম চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। সাময়িক বরখাস্তকালীন এসব চালক কেবল বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন।
গত ২৪ নভেম্বর ডিএসসিসির ময়লাবাহী গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর পর সংস্থার পরিবহন বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সোচ্চার হন। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও সংস্থার পরিবহন পুলের (পরিবহন বিভাগ) অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে। এরপরই মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে নিজেরা গাড়ি না চালিয়ে অন্যদের দিয়ে গাড়ি চালানো ব্যক্তিদের শনাক্ত করে প্রাথমিকভাবে ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া দক্ষিণ সিটির ময়লাবাহী গাড়িটি চালাচ্ছিলেন বহিরাগত এক ব্যক্তি। ওই গাড়ি করপোরেশনের চালক (ভারী) ইরান মিয়ার অনুকূলে বরাদ্দ ছিল। কিন্তু ইরান মিয়াকে গাড়িটি হস্তান্তর না করে পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বহিরাগত হারুন নামের এক ব্যক্তির হাতে গাড়ির চাবি তুলে দেন। হারুন অবশ্য ওই গাড়ি নিজে না চালিয়ে বহিরাগত রাসেল নামের এক ব্যক্তির কাছে গাড়িটি তুলে দেন। পুলিশ বলছে, নটর ডেম কলেজশিক্ষার্থীকে চাপা দেওয়ার সময় দক্ষিণ সিটির ময়লাবাহী গাড়ির চালকের আসনে ছিলেন রাসেল।
রাজধানীর গুলিস্তানে গাড়িচাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার জের ধরে চাকরি হারিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ জন গাড়িচালক। নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাঁদের। এ ছাড়া একজনের গাড়ি আরেকজনের হাতে তুলে দেওয়ার দায়ে সংস্থার পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডিএসসিসির পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গাড়িচালকদের মধ্যে কেউ প্রতারণার আশ্রয় নিলে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘সাময়িক বরখাস্ত হওয়া ৯ চালকের মধ্যে ৭ জন ময়লাবাহী গাড়ি (ভারী) চালক ছিলেন। আর বাকি ২ জন চালাতেন সংস্থার হালকা গাড়ি। সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকেরা হলেন কাউছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ ও রবিউল আলম। আর হালকা গাড়িচালকেরা হলেন আজিম উদ্দিন ও নূর জালাল শিকদার।’
গাড়িচালকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে ৮ ডিসেম্বর এসব চালককে বরখাস্ত করা হয়। তবে এ তথ্য জনসমক্ষে প্রকাশে সংস্থাটির পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা করা হয়। এমনকি সাময়িক বরখাস্তের অফিস আদেশগুলো সংস্থার সিস্টেম অ্যানালিস্টকে দক্ষিণ সিটির ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হলেও তা প্রকাশ করা হয়নি।
ডিএসসিসির সচিব স্বাক্ষরিত অফিস আদেশগুলোতে বলা হয়, এসব চালকের অনুকূলে গাড়ি বরাদ্দ দেওয়া হলেও নিজে না চালিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক নন, এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালনা করে আসছিলেন তাঁরা। নিয়মিত গাড়িচালক গাড়ি না চালিয়ে অন্য কোনো সাধারণ গাড়িচালক কর্তৃক ভারী গাড়ি চালনার জন্য প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। চালকদের এমন কার্যকলাপ করপোরেশনের শৃঙ্খলাপরিপন্থী এবং সংস্থার সুনাম চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। সাময়িক বরখাস্তকালীন এসব চালক কেবল বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন।
গত ২৪ নভেম্বর ডিএসসিসির ময়লাবাহী গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর পর সংস্থার পরিবহন বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সোচ্চার হন। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও সংস্থার পরিবহন পুলের (পরিবহন বিভাগ) অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে। এরপরই মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে নিজেরা গাড়ি না চালিয়ে অন্যদের দিয়ে গাড়ি চালানো ব্যক্তিদের শনাক্ত করে প্রাথমিকভাবে ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া দক্ষিণ সিটির ময়লাবাহী গাড়িটি চালাচ্ছিলেন বহিরাগত এক ব্যক্তি। ওই গাড়ি করপোরেশনের চালক (ভারী) ইরান মিয়ার অনুকূলে বরাদ্দ ছিল। কিন্তু ইরান মিয়াকে গাড়িটি হস্তান্তর না করে পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বহিরাগত হারুন নামের এক ব্যক্তির হাতে গাড়ির চাবি তুলে দেন। হারুন অবশ্য ওই গাড়ি নিজে না চালিয়ে বহিরাগত রাসেল নামের এক ব্যক্তির কাছে গাড়িটি তুলে দেন। পুলিশ বলছে, নটর ডেম কলেজশিক্ষার্থীকে চাপা দেওয়ার সময় দক্ষিণ সিটির ময়লাবাহী গাড়ির চালকের আসনে ছিলেন রাসেল।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
১০ মিনিট আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৫ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৫ ঘণ্টা আগে