অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী
আগের সিটি করপোরেশন নির্বাচনে খুলনা নগরবাসী ধোঁকা খেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল। আজ শুক্রবার নগরীর গল্লামারী, হঠাৎবাজার, জোড়াকল বাজার, নতুন রাস্তা, নয়াবাটি, ক্রিসেন্ট গেট, আলমনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি একথা বলেন।