Ajker Patrika

মেয়র সাদিকের অনুসারীদের কাউন্সিলর পদে জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ জুন ২০২৩, ২১: ৪১
মেয়র সাদিকের অনুসারীদের কাউন্সিলর পদে জয়জয়কার

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে অর্ধেকের বেশি মেয়র সাদিকের অনুসারীরা জয়লাভ করেছেন। এর মধ্যে সাদিকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১০ জন কাউন্সিলরের মধ্যে ৪ জনই পরাজিত হয়েছেন। এ ছাড়া নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কিছু অনুসারী কাউন্সিলর পদে বিজয় লাভ করেছেন বলে জানা গেছে।

বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও বিএনপির অনেক নেতা কাউন্সিলর পদে অংশ নিয়ে জয়লাভ করছেন। যদিও নির্বাচনে অংশ নেওয়ায় এসব নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।  

কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন নগরীর ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি মো. হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সৈয়দ সামজুদ্দোহা আবিদ, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের খান মো. জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের রফিকুল ইসলাম খোকন, ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. জয়নাল আবেদিন হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন রয়েলে, ১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মেহেদী পারভেজ খান, ১৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শাকিল হোসেন পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে সামজিদুল কবির, ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. শাহিন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. আক্তারুজ্জামান গাজী (হিরু), ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. জিয়াউল হক মাসুম, ১৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের গাজী নইমুল হোসেন লিটু, ২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জিয়াউর রহমান বিপ্লব, ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শেখ সাইদ আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আনিচুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে বিএনপির ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সুলতান মাহমুদ, ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হুমায়ুন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. হুমায়ুন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. ইমরান মোল্লা, ৩০ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছে বিএনপির মো. খাইরুল মামুন শাহিন। 

সংরক্ষিত আসনে যারা 
সংরক্ষিত ১ নম্বরে আলিয়া পারভীন, ২ নম্বরে আলমতাজ বেগম, ৩ নম্বরে কোহিনুর বেগম, ৪ নম্বরে আওয়ামী লীগের আয়েশা তৌহিদা লুনা, ৫ নম্বরে আওয়ামী লীগের লাভলী বেগম, ৬ নম্বরে বিএনপির মজিদা বোরহান, ৭ নম্বরে আওয়ামী লীগের সালমা আক্তার শিলা, ৮ নম্বরে আওয়ামী লীগের রেশমী বেগম, ৯ নম্বরে বিএনপির সেলিনা বেগম এবং ১০ নম্বরে বিএনপির রাশিদা পারভীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত