চীনকে ঘিরে নয়া স্নায়ুযুদ্ধের জটিল গণিত
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বৈরথ নিয়ে বহু আগে থেকেই আলোচনা চলছিল। বাণিজ্যযুদ্ধ পেরিয়ে একটি আপাত শান্ত দশা এলেও তা শুধু উপরিতলেই। ভেতরে-ভেতরে এই দ্বৈরথ কখনো থামেনি। থামেনি যে, তা গত ১৫ সেপ্টেম্বর অকাস চুক্তিই বলে দিল। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই নতুন চুক্তিকে একুশ শতকের স্নায়