‘ভালোবাসা অনেক সময় মানুষকে সাপের মতো শীতল করে দেয়’
আজ বিশ্ব সাপ দিবস। সাপ নিয়ে আমাদের দেশ, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নানা জন নানা উক্তি করেছেন। সাপকে অনেকে দেখেছেন নেতিবাচকভাবে, আবার অনেকে দেখেছেন ইতিবাচকভাবে। তবে সাপ নিয়ে ভীতি বোধ হয় কমবেশি সবারই রয়েছে। সাপ নিয়ে ৫ জন বিখ্যাত ব্যক্তির পর্যবেক্ষণ ও উক্তি নিয়ে আজকেরর আয়োজন।