Ajker Patrika

কলাপাড়ায় বিষধর ৭ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৪: ৪৬
কলাপাড়ায় বিষধর ৭ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ অবমুক্ত

পটুয়াখালীর কলাপাড়ায় বিষধর ৭ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের কৃষক জহিরুল ইসলামের ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুর ১২টায় রজপাড়া বনে সাপটি অবমুক্ত করা হয়।

এ বিষয়ে অ্যানিমেল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘হলুদ-কালো ডোরা বর্ণের দুর্লভ এই সাপ ওই কৃষকের জালে আটকে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত