Ajker Patrika

চট্টগ্রামে ‘সাপের কামড়ে’ স্কুলশিক্ষিকার মৃত্যু 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১০: ০৪
চট্টগ্রামে ‘সাপের কামড়ে’ স্কুলশিক্ষিকার মৃত্যু 

চট্টগ্রামের বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের স্ত্রী। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নাসরিন সুলতানার স্বামী মোহাম্মদ নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মুরগি রাখার ছোট ঘরটি বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে সাপ ছিল তা তিনি দেখেননি। সাপ তার বাঁ পায়ে কামড় দিলে তিনি চিৎকার দেন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত স্কুলশিক্ষিকা ও তাঁর স্বামী দুজনই পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত স্কুলশিক্ষিকার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত