কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে এক এনজিও কর্মী তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি সাপের কবলে পড়েন। তাৎক্ষণিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি। সাপের ফণা দেখে উপস্থিত জনতা এটিকে বিষধর সাপ হিসেবে ধারণা করেন।
আজ রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিও কর্মী লুৎফর রহমান তাঁর এক সহকর্মীসহ বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলেন। শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় হঠাৎ দেখেন মোটরসাইকেলের মাইল মিটারের ওপর একটি সাপ ফণা তুলে আছে।
পরে তিনি মোটরসাইকেলটি দাঁড় করালে সাপটি গাড়ির ভেতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় সাপটি বের করা হয়। পরে উৎসুক জনতা তাৎক্ষণিক সাপটিকে মেরে ফেলেন।
লুৎফর রহমান বলেন, ‘আমরা বিশেষ কাজে মোটরসাইকেলযোগে শহরে আসছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় দেখি গাড়ির মিটারের ওপর একটি বিষধর সাপ ফণা তুলে আমাকে দেখছে। আমি কৌশলে গাড়িটি দাঁড় করিয়ে মোবাইল দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভেতর ঢুকে যায়। কীভাবে সাপটি মোটরসাইকেলে এসে ঢুকেছে তা বুঝতে পারছি না।’
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। কোনো কারণে সাপটি গাড়ির ভেতরে ঢুকতেই পারে। তবে সাপটি কী প্রজাতির তা না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।’
কুড়িগ্রামে এক এনজিও কর্মী তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি সাপের কবলে পড়েন। তাৎক্ষণিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি। সাপের ফণা দেখে উপস্থিত জনতা এটিকে বিষধর সাপ হিসেবে ধারণা করেন।
আজ রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিও কর্মী লুৎফর রহমান তাঁর এক সহকর্মীসহ বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলেন। শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় হঠাৎ দেখেন মোটরসাইকেলের মাইল মিটারের ওপর একটি সাপ ফণা তুলে আছে।
পরে তিনি মোটরসাইকেলটি দাঁড় করালে সাপটি গাড়ির ভেতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় সাপটি বের করা হয়। পরে উৎসুক জনতা তাৎক্ষণিক সাপটিকে মেরে ফেলেন।
লুৎফর রহমান বলেন, ‘আমরা বিশেষ কাজে মোটরসাইকেলযোগে শহরে আসছিলাম। হঠাৎ শহরের পৌরবাজার এলাকায় দেখি গাড়ির মিটারের ওপর একটি বিষধর সাপ ফণা তুলে আমাকে দেখছে। আমি কৌশলে গাড়িটি দাঁড় করিয়ে মোবাইল দিয়ে ছবি তুলি। পরে সাপটি গাড়ির ভেতর ঢুকে যায়। কীভাবে সাপটি মোটরসাইকেলে এসে ঢুকেছে তা বুঝতে পারছি না।’
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। কোনো কারণে সাপটি গাড়ির ভেতরে ঢুকতেই পারে। তবে সাপটি কী প্রজাতির তা না দেখে বিস্তারিত কিছু বলা যাবে না।’
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১২ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
১৭ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২১ মিনিট আগেটাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে