ভোটার উপস্থিতি কমের মধ্যে নারী আরও কম
‘ছোটবেলায় বাসার বড়দের দেখতাম ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিত। কারণ, বেলা যত গড়াত ভিড় বাড়ত, লাইনও বড় হতো। এবার আমি প্রথম ভোট দিতে এলাম। বলতে গেলে ফাঁকা কেন্দ্রে ভোট দিলাম।’ কথাগুলো বলছিলেন রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা নবীন ভোটার ইশারা অজন্তা চৌধুরী