Ajker Patrika

হবিগঞ্জে ব্যারিস্টার সুমনসহ ২ স্বতন্ত্র জয়ী, আওয়ামী লীগ দুই আসনে

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫: ২৬
হবিগঞ্জে ব্যারিস্টার সুমনসহ ২ স্বতন্ত্র জয়ী, আওয়ামী লীগ দুই আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনের দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। ঈগল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৭৫ হাজার ৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী লাঙল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট। 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ ৯৯ হাজার ৯৪৩ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ খান স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পেয়েছেন  ৪৯ হাজার ৬০৬ ভোট। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) মো. আবু জাহির নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের আব্দুল মুমিন চৌধুরী ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার ৭৬ ভোট।

হবিগঞ্জের চারটি আসনে বিজয়ীরা হলেন—আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, ময়েজ উদ্দিন শরীফ, মো. আবু জাহির ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: আজকের পত্রিকা হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল মার্কা প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন  ৬৯ হাজার ৫৪৩ ভোট।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত