‘তামিমের আদর্শ সাকিব আল হাসান’
সাধারণ পরিবারের সন্তান আজিজুল হাকিম তামিম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। পড়াশোনায় ফাঁকি দিয়ে সন্তান ক্রিকেটে মেতে ওঠায় অনেকটা হতাশ ছিলেন মা-বাবা। তাঁদের চাওয়া ছিল—সন্তান পড়াশোনা করবে, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। কিন্তু ক্রিকেট খেলে সে যে এত বড় হবেন, এটাই ভাবেননি।