Ajker Patrika

সাকিব আবারও জুয়ার কোম্পানির বিজ্ঞাপনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৮: ২৩
বেটিং কোম্পানির বিজ্ঞাপনে সাকিব আল হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বেটিং কোম্পানির বিজ্ঞাপনে সাকিব আল হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি, দূতিয়ালি বা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার কার্যক্রমও তাঁর থমকে গেছে। কোনো বিজ্ঞাপন কিংবা শুটিংয়েও তাঁর আগের সেই ব্যস্ততা নেই।

ব্যস্ততা থাকবে কী করে, সাকিব দেশেই ফিরতে পারছেন না প্রায় ৮ মাস হয়ে গেল। লম্বা সময় পর সাকিব বিজ্ঞাপন বা দূতিয়ালির কাজে ফিরেছেন। সেটি একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন দিয়ে। ‘১এক্সব্যাট’ নামে বেশ পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পোস্ট করা হয়েছে আবার ইফতারির কিছুক্ষণ আগে। আজ সন্ধ্যায় শুরু হচ্ছে আইপিএল। সেটি সামনে রেখেই হয়তো বাংলাদেশের বিপুল দর্শকদের লক্ষ্য করে সাকিবকে দিয়ে এই প্রচারণা শুরু করেছে ‘১এক্সব্যাট’।

সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন, বাংলাদেশেও নেই। এ ধরনের বিজ্ঞাপন করতে কোনো বাধা নেই। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। সাকিবের এই বিজ্ঞাপন নিশ্চয়ই তাঁর বাংলাদেশি অনুসারীদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।

সাকিব আপাতত যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে। কদিন আগে তিনি ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। ক্রিকেটে আগের মতো খেলার ছাড়পত্র পেলেও কবে মাঠে ফিরছেন, সেটি এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে আর আদৌ খেলতে পারবেন কি না, বলার উপায় নেই এই মুহূর্তে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত

৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ