ক্রীড়া ডেস্ক
বিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,
‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’
তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
২০ মার্চ তামিমের ৩৬তম জন্মদিনের দিন আইসিসির কাছ থেকে অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর সুখবর পান সাকিব। আজ সাকিবের ৩৮তম জন্মদিনের দিন তামিম ভর্তি হলেন হাসপাতালে। অথচ টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। পরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
বিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,
‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’
তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
২০ মার্চ তামিমের ৩৬তম জন্মদিনের দিন আইসিসির কাছ থেকে অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর সুখবর পান সাকিব। আজ সাকিবের ৩৮তম জন্মদিনের দিন তামিম ভর্তি হলেন হাসপাতালে। অথচ টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। পরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
২ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৫ ঘণ্টা আগে