মাদলের তালে তালে সাঁওতালদের শোভাযাত্রা
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৮তম দিবস উপলক্ষে রাজধানীর নটর ডেম কলেজ এলাকায় শোভাযাত্রা করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ শুক্রবার সাঁওতালদের বাদ্যযন্ত্র মাদল, বাঁশি, করতাল, টামাক বাজিয়ে এবং ঐতিহ্যবাহী পাঞ্চি পাড়হাট পোশাক পরে সাঁওতাল শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়...